“গ্রন্থাগারে বই পড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সোমবার সকালে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্ব সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে আয়োজিত আলোচনা সভায় রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক এবং লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভায় আরোও বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আল মেহেদী হাসান। সভাটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহাবুবুল আলম।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।
বার্তা প্রেরক-
স্বাক্ষরিত/-
উপ-পরিচালক
জনসংযোগ দপ্তর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়