রুয়েটে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গুনগত মানোন্নয়ন ঘটাতে হবে যাতে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ার উপযোগী হয়ে গড়ে উঠতে পারে।
আজ বুধবার বিকেলে Academic Quality Assurance at RUET শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ কথা বলেন। রুয়েটের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে সকল অনুষদের ডীন, পরিচালক ও বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত/-
উপ-পরিচালক
জনসংযোগ দপ্তর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মোবাইল: +880 1715-137780